খাগড়াছড়ির মাটিরাঙ্গায় হেলমেট না পড়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়ায় ১৫ চালককে ৪ হাজার ১৭০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত মাটিরাঙ্গা পৌর শহরের মুক্তিযোদ্ধা চত্বরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়েত উল্ল্যাহ।
অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৯২ এবং ৬৬ ধারায় হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো ও অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে ১৫টি মামলায় বিভিন্ন অঙ্কে এসব জরিমানা করা হয়।
সবার আগে নিজের নিরাপত্তা উল্লেখ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হেদায়েত উল্ল্যাহ আজকের পত্রিকাকে বলেন, হেলমেটবিহীন কেউ মোটরসাইকেল নিয়ে বের হবেন না। জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে বলে তিনি জানান।