কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ তরুণ করদাতা নির্বাচিত হয়েছেন, সরকার কনস্ট্রাকশনের মালিক নুরুল ইসলাম সরকার। তিনি জেলার অষ্টগ্রামের খয়েরপুর আব্দুল্লাপুর ইউনিয়নের একজন তরুণ উদ্যোক্তা।
গতকাল বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ময়মনসিংহ শিল্পকলা একাডেমিতে, কর অঞ্চল ময়মনসিংহের, কর কমিশনার মো. ফজলুর রহমানের সভাপতিত্বে সর্বোচ্চ ও দীর্ঘসময় আয়কর প্রদানকারীদের সম্মাননা ও সনদপত্র প্রদান অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ প্রধান অতিথি ছিলেন। এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশন মেয়র একরামুল হক টিটুসহ বিশিষ্টজন ও পুরস্কার প্রাপ্ত করদাতারা উপস্থিত ছিলেন।
নুরুল ইসলাম সরকার ২০১২ সালে প্রতিষ্ঠা করেন সরকার কনস্ট্রাকশন। সেই সময় থেকেই যথাযথভাবে কর পরিশোধ ও সুনামের সঙ্গে নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করে আসছেন।
নুরুল ইসলাম সরকার বলেন, পুরস্কার দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। আমার ব্যবসাসহ সকল সম্পদের কর পরিশোধে আমি সচেষ্ট থাকি।