সুরকার হিসেবে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। শিল্পী জানিয়েছেন, এরই মধ্যে বাংলাদেশ বেতারে একজন সুরকার হিসেবে এ গ্রেডে তালিকাভুক্ত হয়েছেন। সংগীতশিল্পী হিসেবে ফাহমিদা নবী বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত হয়েছিলেন ১৯৭৭ সালে। দীর্ঘ ৪৪ বছর পর সুরকার হিসেবে তালিকাভুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত ও গর্বিত ফাহমিদা নবী।
সুরকার হিসেবে বাংলাদেশ বেতারে তালিকাভুক্তির বিষয়টি ফাহমিদা নবী বড় করেই দেখছেন। তিনি বলেন, ‘বাবাকে (মাহমুদুন্নবী) দেখতাম নতুন নতুন গানের সুর করতেন। তখন থেকেই নিজের মাঝে সুর আসত। এভাবেই একসময় নিজের লেখা পুরো একটি গান সুর করে ফেললাম। এখন তো নিয়মিতই সুর করছি এবং সম্প্রতি বাংলাদেশ বেতার সুরকার হিসেবে আমাকে তাদের তালিকাভুক্ত করেছে।’
ফাহমিদা নবী প্রথম সুর করেন নিজের লেখা গান ‘তুমি কি সেই তুমি’ গানটি। এরপর আরও অনেক গানের সুর করেছেন। সম্প্রতি তাঁর সুর করা তিনটি গানের কাজ চলছে। মিউজিক ভিডিও নির্মাণ শেষে গানগুলো প্রকাশ করা হবে। গানগুলো হলো মঞ্জুরুল আলম চৌধুরীর লেখা ‘আমি তোমার সমাধিতে এসেছি’, হোসনে আরা জলির ‘জোনাকি ও জোনাকি’ এবং আতিউর রহমানের ‘চায়ের কাপে এমন কেন হয়’। তিনটি গানেরই সংগীতায়োজনের কাজ চলছে।
আজ শিল্পী ফাহমিদা নবীর জন্মদিন। জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা না করলেও প্রায় প্রতি জন্মদিনে মেয়ে আনমোল, মা, ভাইবোনসহ পরিবারের সবাইকে নিয়ে আনন্দ করেন তিনি। তবে এবার তাঁর মেয়ে আনমোল আছেন লন্ডনে। তাই খানিকটা মন খারাপ থাকলেও পরিবারের সবার সঙ্গেই দিনটি কাটাতে চান ফাহমিদা নবী।