নোয়াখালীর সেনবাগের ৪ নম্বর কাদরা ইউনিয়ন পরিষদে (ইউপি) সেবা নিতে গিয়ে ছয় শিক্ষার্থী হামলার শিকার হয়েছে। ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান পলাশের লোকজন এই হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলায় আহত শিক্ষার্থীরা হলেন সেনবাগ সরকারি কলেজের শিক্ষার্থী নিজাম উদ্দিন (২০), সুজন (১৯), জনি (১৯), শিহাব (১৮), সেনবাগ ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী ইব্রাহিম (১৬) এবং নজরপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাফি (১৬)।
আহত শিক্ষার্থীরা জানান, অনলাইন জন্মনিবন্ধন কার্ডের জন্য প্রায় চার মাস আগে জনপ্রতি চার শ টাকা করে নেন কাদরা ইউপি সচিব মো. গাউছাল আবরার উদ্দিন। দীর্ঘদিন ধরে জন্মনিবন্ধন কার্ড দিতে তিনি গড়িমসি করছিলেন। গত সোমবার দুপুরে শিক্ষার্থীরা সচিবের কাছে এর কারণ জানতে চাইলে বাগ্বিতণ্ডার একপর্যায়ে চেয়ারম্যান সমর্থিত সজীব স্কুলছাত্র রাফিকে মারধর করে। এরপর খবর দিলে আরও ১০-১২ জন সন্ত্রাসী এসে তাদের মারধর করে।