হোম > ছাপা সংস্করণ

আইটিতে সফল উদ্যোগ

পিরোজপুর প্রতিনিধি

পড়াশোনার পাশাপাশি কর্ম জীবন শুরু হয়েছিল ২০১৩ সালে একটি আইটি ফার্মে চাকরির মধ্য দিয়ে। দীর্ঘ ৮ বছর লাভক্ষতির হিসেব কষে দৃঢ় মনোবল ও কঠোর পরিশ্রম করে এখন একজন সফল উদ্যোক্তা এম এ মুন্না।

পিরোজপুরে যুব সমাজকে দক্ষ করার প্রত্যয় নিয়ে ২০১৫ সালে প্রতিষ্ঠা করেছিলেন ‘এনসিবি আইটি ইনস্টিটিউট’ নামে একটি আইটি প্রতিষ্ঠান। ৬ বছরের পথচলায় তিনি এবং তাঁর প্রতিষ্ঠান পিরোজপুরে সকল স্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছেন।

বর্তমানে তিনি সকল ধরনের আইটি সংক্রান্ত সেবা দিয়ে থাকেন। সেবাগুলোর মধ্যে উল্লেখযোগ্য–কম্পিউটার প্রশিক্ষণ, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, সফটওয়্যার সলিউশন, প্রমোশন ও বুস্টিং, মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট, এসএমএস মার্কেটিং, কলার টিউন মেকিং ইত্যাদি।

এম এ মুন্না বলেন, ‘উদ্যোক্তা হিসেবে আমার যাত্রা শুরু হয়েছিল একদম শূন্য হাতে। তখন একটা বিষয়ই মাথায় কাজ করত। এই পৃথিবীতে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে। গত ৬ বছরে প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে আইটি বিষয়ক প্রশিক্ষণ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চাকরির সুযোগ তৈরি করেছি। নিজের জেলায় অসংখ্য বেকারকে ফ্রিল্যান্সার, ইউটিউবার, ব্লগার ও অনলাইন উদ্যোক্তা হিসেবে তৈরি করেছি।’

পিরোজপুরের সনাক সভাপতি শহিদুল্লাহ জানান, ‘পিরোজপুরে এ রকম অনেক উদ্যোক্তা বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। সরকারের উচিত তাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়া।’

জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘উদ্যোক্তাদের জন্য সরকার সব সময় কাজ করে যাচ্ছে। বিসিকের মাধ্যমে উদ্যোক্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ