হোম > ছাপা সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় আমন ধান চাল সংগ্রহ শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় আমন মৌসুমে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার থেকে এ অভিযান শুরু হয়।

এবার জেলা থেকে ২ হাজার ৭০৪ মেট্রিক টন ধান ও ১৩ হাজার ৯৬২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। এই অভিযান চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এই তথ্য নিশ্চিত করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ।

জানা যায়, গতকাল বিকেলে আনুষ্ঠানিকভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা খাদ্যগুদাম থেকে ধান সংগ্রহ শুরু হয়। আমন মৌসুমে ধান-চাল শতভাগ সংগ্রহ নিশ্চিত করতে প্রস্তুতিও নিয়েছে জেলা খাদ্য নিয়ন্ত্রক বিভাগ। এবার প্রতি কেজি সেদ্ধ চালের সরকারি মূল্য ধরা হয়েছে ৪০ টাকা। আর প্রতি মন ধানের সরকারি মূল্য ধরা হয়েছে ১ হাজার ৮০ টাকা। তবে আতপ চাল সংগ্রহের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এবার মিলগুলো জেলা খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হতে পারবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।

এদিকে এসব ধান সংগ্রহ হবে জেলার ৯টি উপজেলার ৬টি উপজেলায় অ্যাপের মাধ্যমে। বাকি নাসিরনগর, নবীনগর ও আখাউড়া উপজেলায় লটারি মাধ্যমে কৃষক বাছাই করে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

সরকারি গুদামে যে উপজেলা থেকে চাল সংগ্রহ করা হবে: ব্রাহ্মণবাড়িয়া জেলার ৭টি উপজেলা থেকে সরকারি গুদামে চাল সংগ্রহ করা হবে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ৫৬৮ মেট্রিক টন, বিজয়নগর থেকে ৩২৭, আশুগঞ্জ থেকে ১২ হাজার ২৬৮, কসবা থেকে ৩০৪, আখাউড়া ও সরাইল থেকে ৪৮১ ও নাসিরনগর থেকে ১৪ মেট্রিক টন সহ সব মিলিয়ে ১৩ হাজার ৯৬২ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। আর ধান সংগ্রহ করা হবে জেলা ৯টি উপজেলা থেকে। ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ৫৩৩ মেট্রিক টন, বিজয়নগর থেকে ২৪০, আশুগঞ্জ থেকে ১৮২, কসবা থেকে ৬৩৩, আখাউড়া থেকে ২১৩, সরাইল থেকে ৩৫৫, বাঞ্ছারামপুর থেকে ১১, নবীনগর থেকে ৩২২ ও নাসিরনগর থেকে ২৪৫ মেট্রিক টনসহ মোট ২ হাজার ৭৩৪ মেট্রিক টন ধান কৃষকের কাছ থেকে সরাসরি সংগ্রহ করবে খাদ্য নিয়ন্ত্রক বিভাগ।

ব্রাহ্মণবাড়িয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সুবীর নাথ চৌধুরী বলেন, জেলায় ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। মিলগুলোকে আগামী ১৮ নভেম্বরে মধ্যে জেলা খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি করতে হবে। ধান সংগ্রহ করা হবে ৬টি উপজেলায় অ্যাপের মাধ্যমে। আর তিনটি উপজেলায় লটারি মাধ্যমে কৃষক বাছাই করে তাঁদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ