হোম > ছাপা সংস্করণ

বেলকুচিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সুমা খাতুন (৪০)। তিনি চনন্দগাঁতী ব্যাপারী পাড়ার শাহা আলম মিয়ার স্ত্রী।

গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বেলকুচি পৌর চনন্দগাঁতী ব্যাপারীপাড়ার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন বলে জানা গেছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো স্বাভাবিক ভাবেই বাড়ির উঠানে কাজকর্ম করছিলেন সুমা।

তাঁর ছেলে শুভ দুপুর ২টার দিকে স্কুল থেকে বাড়িতে এসে দেখে মা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। মায়ের ঝুলন্ত লাশ দেখার পর ছেলের চিৎকারে প্রতিবেশীসহ পরিবারের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে জানান, আত্মহত্যার ঘটনা শোনার পরে লাশ উদ্ধার করি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশের ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ