আজ ৩ ডিসেম্বর। ঠাকুরগাঁও পাকিস্তানি বাহিনী মুক্ত দিবস। দিনটি যথাযোগ্য মর্যাদায় স্মরণ করে রাখার জন্য জেলা উদীচী শিল্পীগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা সংসদ মুক্তিযুদ্ধে স্মৃতিচারণমূলক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শন, নাটক, সম্মাননাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে।
১৯৭১ সালে ৯ মাস সংগ্রামের পর আজকের এই দিনে ঠাকুরগাঁও শত্রুমুক্ত হয়। ৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনারা ঝাঁপিয়ে পড়ে বাঙালির ওপর। তাঁদের প্রতিরোধ করতে সারা দেশসহ ঠাকুরগাঁওবাসীও গড়ে তুলেছিল দুর্বার আন্দোলন।
ঠাকুরগাঁও মহকুমা ছিল ৬ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত। কমান্ডার ছিলেন পাক বাহিনীর স্কোয়াড্রন লিডার খাদেমুল বাশার। সমগ্র সেক্টরে ১ হাজার ১২০ টির মতো গেরিলা বেইস গড়ে তোলা হয়েছিল।