চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঘাটাইলের ৬ নম্বর দিঘলকান্দি ইউপিতে দুই সহোদর প্রার্থী হয়েছেন। বড় ভাই হয়েছেন ইউপি সদস্য প্রার্থী আর ছোট ভাই চেয়ারম্যান প্রার্থী। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার ৬ নম্বর দিঘলকান্দি ইউপির ৭ নম্বর ওয়ার্ডের কালিয়াগ্রামের বাসিন্দা দুই ভাই শফিকুল ইসলাম খান টিক্কা ও শহিদুল ইসলাম গুঠু। বড় ভাই শফিকুল ইসলাম বর্তমানে ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনেও সদস্য পদে প্রার্থী হয়েছেন তিনি। অপরদিকে তাঁর ছোট ভাই শহিদুল ইসলাম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। দুজনই প্রার্থিতা বাছাইয়ে বৈধ হয়েছেন। এদিকে প্রতীক বরাদ্দ না হলেও দুই ভাই যার যার পক্ষ থেকে পুরোদমে নির্বাচনী মাঠে প্রচার চালাচ্ছেন। বিষয়টি নিয়ে এলাকায় মুখরোচক আলোচনা চলছে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শহিদুল ইসলাম বলেন, ‘নির্বাচন করার অধিকার সকলেরই আছে। যেহেতু দুজন দুই পদে নির্বাচন করছি, এতে আমি সমস্যা দেখছি না।’
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর দিঘলকান্দিসহ উপজেলায় সাতটি ইউপিতে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে এ ইউপিতে চেয়ারম্যান পদে মোট চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।