হোম > ছাপা সংস্করণ

প্রস্তুতির এখনই সময়

কাজী ইয়াসমিন আরা বীথি

কিছুদিন পরেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাদের ভর্তি সার্কুলার প্রকাশ করবে। তাই পরীক্ষার আগে যে নিজেকে বেশি প্রস্তুত করবে, বিশ্ববিদ্যালয় ভর্তিতে তার সফলতা পাওয়ার সুযোগ স্বাভাবিকভাবেই বেশি থাকবে। ভর্তি-ইচ্ছুক সবার একটা বিষয় মনে রাখতে হবে, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফলের কিছু অংশ ভর্তি পরীক্ষার ফলাফলে যোগ হয়। তবে ভর্তি পরীক্ষার বেশির ভাগ নম্বর কিন্তু ভর্তি পরীক্ষায়। তাই ভর্তি পরীক্ষা যার যত বেশি ভালো হবে, তারই ভর্তি লড়াইয়ে টিকে থাকার সম্ভাবনা অনেক বেশি। তাই যাদের ফলাফল কিছুটা খারাপ হয়েছে, তাদেরও কিন্তু ভালো প্রস্তুতি নিয়ে সফলতা পাওয়ার সুযোগ রয়েছে। তাই হতাশ না হয়ে এখনই প্রস্তুতি নিতে শুরু করো। নিজেকে প্রমাণ করো তুমি লড়াইয়ে হারতে জানো না।

সাধারণ জ্ঞান
সাম্প্রতিক কালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নের ওপর জোর দিতে হবে। এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সসহ বাজারে কিছু ছোট ছোট বই পাওয়া যায় সেগুলো ভালোভাবে আয়ত্তে রাখতে হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিকের বিভিন্ন বিষয় থেকেও প্রশ্ন আসে, তাই পরীক্ষার আগে এই বইগুলো একবার অবশ্যই দেখে নিতে হবে।

ইংরেজি
ইংরেজি বিষয়ে গ্রামারের পাশাপাশি সাহিত্য অংশ থেকেও প্রশ্ন আসে। ইংরেজি সাহিত্যের বিভিন্ন যুগ এবং বিভিন্ন যুগের শ্রেষ্ঠ লেখক এবং তাঁদের সাহিত্যকর্ম নিয়ে একটু পড়াশোনা করলেই প্রশ্ন কমন পাওয়া যায়। তবে যেহেতু অনেক প্রশ্নই গ্রামার থেকে আসে, তাই Tense, Right form of verb, narrative, Preposition, Voice, Antonyms, Synonyms, Sentence Making নিয়ে যথেষ্ট জ্ঞান থাকা দরকার। এসব বিষয়ে জানাশোনা থাকলে কম্পোজিশনের প্রশ্নগুলোর উত্তর সহজভাবে দেওয়া যাবে।

বাংলা
নিজের মাতৃভাষা বাংলা হওয়ায় অনেকেই এই অংশ তেমন গুরুত্বের সঙ্গে দেখে না। আমাদের সবার মনে রাখতে হবে যে সব প্রশ্নের মান কিন্তু সমান। তাই সব অংশের প্রশ্নই সমান গুরুত্বপূর্ণ। তবে দেখা যায় বাংলা অংশেই অধিকাংশ শিক্ষার্থী কম নম্বর পেয়ে থাকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশসহ বাংলা ভাষার বিখ্যাত লেখকদের নিয়ে অনেক বেশি জানাশোনা থাকতে হবে। এর পাশাপাশি নবম-দশম শ্রেণির ব্যাকরণ বইটি ভালোভাবে দেখে নিতে হবে। অধিকাংশ প্রশ্ন এখান থেকে এসে থাকে। সন্ধি, সমাস, বাগধারাসহ ব্যাকরণের প্রতিটি অংশের ওপর যথেষ্ট জ্ঞান থাকলে বাংলা সাহিত্য ভালো নম্বর পাওয়া কঠিন বিষয় নয়।

লেখক: ১ম স্থান, ঘ ইউনিট
২০১৬-১৭ শিক্ষাবর্ষ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ