নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমিকে ইদানীং টিভি নাটকে জুটি হিসেবে বেশি দেখা যায়। সম্প্রতি তাঁরা অভিনয় করলেন ‘শওকত টেইলার্স’ নাটকে। জুবায়ের ইবনে বকরের চিত্রনাট্য ও পরিচালনায় এ নাটকে নিলয় অভিনয় করেছেন শওকত দরজির চরিত্রে। আর চিত্রনায়িকা তৃষ্ণার চরিত্রে আছেন হিমি। এতে আরো অভিনয় করেছেন রাখি চৌধুরী, তানভীর, মামুন খান প্রমুখ।
নাটকটির লাইন প্রোডিউসার রাখি চৌধুরী জানিয়েছেন, গল্পে নিলয়কে দেখা যাবে চিত্রনায়িকার ভক্ত হিসেবে। প্রিয় নায়িকার জন্য বিশেষ একটি গাউন তৈরি করে সে। সেটা নিয়ে ঘটতে থাকে নানা মজার ঘটনা। আর এস সোহেলের প্রযোজনায় নির্মিত নাটকটি প্রচারিত হবে আসছে কোরবানির ঈদে।