কুমিল্লা প্রতিনিধি
অননুমোদিত ওষুধ রাখার অভিযোগে কুমিল্লার সদর উপজেলার আলেখারচর এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন গতকাল সোমবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সদর উপজেলার আলেখারচর মেডিকেল কমপ্লেক্স এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ জব্দ করা হয়। এসব ওষুধ রাখার দায়ে শ্রীকান্ত দত্ত, শিশির চন্দ্র দাস ও নন্দন দত্তকে গ্রেপ্তার করা হয়।