কুষ্টিয়ায় আহাদ (২৩) এবং তন্ময় শেখ (২২) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার সন্ধ্যায় কুষ্টিয়ার সদর উপজেলার ভাটোপাড়া থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা আসিফ হত্যা মামলার আসামি বলে র্যাবের দাবি।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার ইলিয়াস খান জানান, গত ০৫ অক্টোবর কুষ্টিয়া জেলার সদর থানাধীন উত্তর লাহিনী পৃথিশ চন্দ্র মজুমদার লেনের বাসিন্দা আসিফ চৌধুরী নামক একজন ব্যক্তি নিখোঁজ হয়। এই ঘটনার ১ দিন পর গত ৬ অক্টোবর মিরপুর উপজেলার হালসা রেলস্টেশনের পাশ থেকে রেলওয়ে পুলিশ একটি অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করে। পরবর্তীতে আসিফের পরিবারের সদস্যরা মৃতদেহটি আসিফের বলে শনাক্ত করে।
এই ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে কুষ্টিয়ার মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটির পর থেকে বিষটি নিয়ে তদন্ত শুরু করে র্যাব, এরই ধারাবাহিকতায় আহাদ ও তন্ময়কে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আসামিদের মিরপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।