হোম > ছাপা সংস্করণ

ইউপি নির্বাচনে ভোট পুনর্গণনা দাবি

মুক্তাগাছা প্রতিনিধি

মুক্তাগাছা উপজেলার ঘোগা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনায় কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন ৩ সাধারণ সদস্য প্রার্থী। ওই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জামগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গণনা নিয়ে এই অভিযোগ উঠে। এ নিয়ে তিন প্রার্থী ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার, জেলা নির্বাচন অফিসার ও জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের লিখিত আবেদন করেছেন।

অভিযোগকারীরা হলেন, মোরগ প্রতীকের প্রার্থী বর্তমান মেম্বার মো. শহিদুল্লাহ, বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী মো. রফিকুল ইসলাম ও ফুটবল প্রতীকের প্রার্থী মো. হাসেন আলী। তাঁদের অভিযোগ টিউবওয়েল প্রতীকের প্রার্থীকে ভোট গণনায় জালিয়াতি করে জেতানো হয়। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৮

নভেম্বর অনুষ্ঠিত দিনভর ভোট শেষে গণনার সময় ফলাফল সিটে প্রার্থীর এজেন্টদের স্বাক্ষর আগেই নিয়ে নেওয়া হয়। ভোট গণনার সময় বাকি সব প্রার্থীর ভোট নিয়ে টিউবওয়েল প্রতীকের প্রার্থীর ভোটের সঙ্গে যোগ করা হয়। ঘোষণার পর ফলাফল সিট এজেন্টদের হাতে দেওয়া হয়নি।

মোরগ প্রতীকের প্রার্থী বর্তমান মেম্বার মো. শহিদুল্লাহ অভিযোগ করে বলেন, টিউবওয়েল প্রতীকের প্রার্থী মো. সোলাইমানের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে। কারচুপি করে সোলাইমানকে বিজয়ী দেখানো হয়েছৈ। ভোট পুনর্গণনা করা হলেই প্রকৃত রহস্য বের হয়ে আসবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ