হোম > ছাপা সংস্করণ

উন্নয়নমূলক কাজে অংশ না নেওয়ার হুমকি সাংসদের

নোয়াখালী প্রতিনিধি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর পরাজয় হলে ওই ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন না বলে জানিয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাংসদ এইচ এম ইব্রাহীম। গতকাল বুধবার ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

গত মঙ্গলবার রাতে চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউপিতে নৌকার প্রার্থী মো. শহীদ উল্যার বাড়িতে দলের এক বর্ধিত সভায় নেতা-কর্মীদের উদ্দেশে তিনি এই হুঁশিয়ারি দেন বলে একাধিক সূত্রে জানা গেছে।

ভাইরাল হওয়া ১ মিনিট ৪৫ সেকেন্ডের ভিডিওতে সাংসদ বলেন, ‘আওয়ামী লীগের বড় নেতা হয়ে গেছেন। কাল সকালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকুক। ... মতো রাস্তায় পিটাইবো। আমি সোনাইমুড়ী চাটখিলের সাড়ে ৭ কোটি জনগণের প্রতিনিধি। আমি রাত ২টার সময় পর্যন্ত মোহাম্মদপুর ইউনিয়নে এসে গেছি। আমি সর্বশেষ আপনাদের বলে যেতে চাই, ‘যদি শেখ হাসিনার নৌকা জয়লাভ না করে, আমি আপনাদের এ ইউনিয়নের কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না।’

এইচ এম ইব্রাহীম আরও বলেন, ‘যারা শেখ হাসিনার নেতৃত্ব মানে না তারা কিসের আওয়ামী লীগ করে, কিসের রাজনীতি করে। এদের রাজনীতি করার কোনো অধিকার নেই। ... আট বছর আপনাদের পাশে থেকে শ্রম দিছি। তার প্রতিদান আপনারা এটা দিচ্ছেন?’

এ বিষয়ে জানতে চাইলে সাংসদ এইচ এম ইব্রাহীম বলেন, ‘ঘরোয়া পরিবেশে মানুষ কত কথাই বলে। আমিও আমার নেতা-কর্মীদের উদ্দেশে তেমন কিছু কথা বলেছি।’

প্রসঙ্গত, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি চাটখিলের ৯ এবং সোনাইমুড়ী উপজেলার ১০ ইউপিতে নির্বাচন হবে।

নৌকার ভোট হবে প্রকাশ্যে

লক্ষ্মীপুর প্রতিনিধি: এদিকে লক্ষ্মীপুর সদরের মান্দারী ইউপিতে নৌকার ভোট প্রকাশ্যে দিতে বলেছেন আওয়ামী লীগের প্রার্থী মিজানুর রহিম। গত মঙ্গলবার সন্ধ্যায় ইউপির মোহাম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।

মিজানুর রহিম বলেন, ‘নৌকার ভোট ওপেন দিতে হবে। যেহেতু নৌকা স্বাধীনতার প্রতীক। ৭০ সালে নৌকার ভোট কেন্দ্রে গিয়ে দিয়েছেন। এখন আর সে অবস্থা নেই। তাই নৌকার ভোট ওপেন দিতে হবে। মেম্বারের ভোট গোপনে দিবেন।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ