ভারত-মিয়ানমার সীমান্তবর্তী মণিপুরের চোরাচাঁদপুর জেলার শেখেনের গ্রামের কাছে সন্দেহভাজন জঙ্গি হামলায় এক আর্মি অফিসারসহ অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে সেনাকর্তার স্ত্রী ও পুত্রও রয়েছেন। এখনো কোনো জঙ্গিগোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি। পুলিশ ও সেনাবাহিনী হামলাকারীদের ধরতে অভিযান চালাচ্ছে। তবে এখনো কেউ ধরা পড়েনি। ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন্দ্র সিং।
গতকাল সকালে মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় সেনাবাহিনীর ৪৬ আসাম রাইফেলসের গাড়িবহরে হামলা চালায় জঙ্গিরা। আক্রান্ত গাড়িতে আসাম রাইফেলসের ৪৬ নম্বর ব্যাটালিয়নের সিও কর্নেল বিপ্লব ত্রিপাঠী, তাঁর স্ত্রী ও পুত্র ছাড়াও ছিলেন কুইক অ্যাকশন ব্যাটালিয়নের চার সদস্য।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান সেনা ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা। শুরু হয় তল্লাশি অভিযান। তবে হামলাকারীরা গভীর পাহাড়ি জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
ঘটনার দায় কোনো জঙ্গিগোষ্ঠী স্বীকার না করলেও পুলিশের অনুমান, নিষিদ্ধ জঙ্গি সংগঠন পিপলস লিবারেশন আর্মি এ ঘটনার জন্য দায়ী।