হোম > ছাপা সংস্করণ

মুলাদীতে যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টা, গ্রেপ্তার ১

মুলাদী প্রতিনিধি

মুলাদীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সজিব বেপারী নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকাল ৭টার দিকে উপজেলার মুলাদী সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের বেপারীর বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় সজিবের বাবা মামলা করলে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আহত সজিব বেপারী ওই গ্রামের ভাসাই বেপারীর ছেলে। হাত-পা ধোয়ার পানি গড়িয়ে যাওয়াকে কেন্দ্র করে একই বাড়ির আলাল বেপারীর ছেলে রিপন ও লিটন হামলা চালিয়ে সজিবকে পিটিয়ে ও কুপিয়ে হত্যাচেষ্টা চালায় বলে জানান স্বজনেরা।

সজিবের বড় ভাই মিলন বেপারী বলেন, ‘গত রোববার সকালে আমার স্ত্রী ইসমত আরা ঘরের পাশে বাচ্চাকে হাত-পা ধোয়ায়। ওই সময় পানি গড়িয়ে আলাল বেপারীর ঘরের সামনে যায়। এতে আলাল বেপারীর স্ত্রী আখিনুর ক্ষিপ্ত হয়ে ইসমত আরাকে গালি দেন। এতে দুজনের মধ্যে কথার কাটাকাটি হয়। একপর্যায়ে আলাল বেপারী, আখিনুর, রিপন ও লিটন ইসমত আরাকে মারধর এবং ঘরের বেড়া ভাঙচুর করা শুরু করেন। এ সময় আমার ছোট ভাই সজিব ইসমতকে রক্ষা করতে গেলে রিপন ও লিটন বেপারী তাকে দা দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে এবং হাতুড়ি দিয়ে মাথায় এলোপাতাড়ি পিটিয়ে হত্যাচেষ্টা চালায়। পরে পাশের বাড়ির লোকজন এসে সজিবকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসে। সজিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়।’

সজিবের শ্বশুর দুলাল ভূইয়া জানান, সজিবের মাথায় মারাত্মক আঘাত লেগেছে। এখন পর্যন্ত তার জ্ঞান ফেরেনি। তাকে মিরপুরে একটি হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছে। জ্ঞান না ফেরা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এই ঘটনায় রোববার দুপুরে সজিবের বাবা ভাসাই বেপারী বাদী হয়ে আলাল বেপারীসহ ৪ জনকে আসামি করে মুলাদী থানায় মামলা দায়ের করেছেন। মামলার সূত্রে পুলিশ রিপন বেপারীকে গ্রেপ্তার করেছেন।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস. এম মাকসুদুর রহমান জানান, যুবকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ