আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভা এলাকায় তুলসীগঙ্গা নদী থেকে বস্তা বন্দী মাথা, দুই হাত ও দুই পা বিহীন এক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটায় পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পারঘাটি এলাকায় তুলসীগঙ্গা নদীতে ওই মরদেহ পাওয়া যায়।
স্থানীয় বাসিন্দা বুলবুল হোসেন বলেন, ‘ওই মরদেহে মেয়ে মানুষের পেটিকোট (পায়জামা) পড়া দেখে মনে হচ্ছে কোনো এক নারীর হতে পারে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, লাশটি কয়েকটি বস্তার মধ্যে মোড়ানো ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।