তৃণমূল পর্যায় থেকে মেধাবী ও দক্ষ ক্রিকেটার তুলে আনতে মৌলভীবাজারে প্রথমবারের মতো শুরু হলো ‘মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি কাপ’ ক্রিকেট টুর্নামেন্ট। গতকাল শনিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো জাকারিয়া, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ আহমদ, জেলা ক্রিকেট কোচ (বিসিবি) রাসেল আহমদ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজিব ও জসিম আহম এই।
টুর্নামেন্টের আহ্বায়ক রেজওয়ান মজুমদার রুমান ও সদস্যসচিব শাহ নেওয়াজ বিল্লাহ।
টি-টোয়েন্টি ফরম্যাটে মাসব্যাপী এই টুর্নামেন্টে লীগ পদ্ধতিতে প্রতিদিন দুটি করে খেলা অনুষ্ঠিত হবে। জেলা সদরের ১২ টি ইউনিয়ন ও পৌর দলসহ মোট ২৪ টি দল এতে অংশ নিচ্ছে।
সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন জানান, এই আয়োজনের মধ্য দিয়ে মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি (এমসিডিসি) তৃণমূলের মেধাবী ক্রিকেটারদের তুলে আনবে।
তিনি বলেন, প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে বের করে আনার কাজটি কোনো ব্যক্তি বা সংগঠনের একার পক্ষে কখনই সম্ভব নয়। এ জন্য তৃণমূল থেকে শহর পর্যন্ত একটি মেলবন্ধন তৈরির প্রয়োজন রয়েছে। যার মাধ্যমে স্বচ্ছ নিয়ম ও অবকাঠামোর মধ্য দিয়ে জেলার ক্রিকেট শক্ত অবস্থানে উঠে আসবে।
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রাজিব বলেন, ‘জেলার তৃণমূলের ক্রিকেট উন্নয়নে আধুনিক নব-জাগরণের সৃষ্টি করবে এ টুর্নামেন্ট । এ জন্য আমরা প্রতিটা ইউনিয়নে ক্রিকেট বান্ধব কমিটি করে দিয়েছি।’