নওগাঁর মান্দায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় একটি মুদি দোকান ও একটি চায়ের দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার সকালে গোপালপুর বাজারে ও গত সোমবার রাতে মেডিকেল মোড়ের অদূরে অগ্নিকাণ্ডের এসব ঘটনা ঘটে।
মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আবুল কাসেম দেওয়ান জানান, মঙ্গলবার সকালে গোপালপুর বাজারে শর্টসার্কিট থেকে সোহেল কুকারিজ নামের একটি ভ্যারাইটিস স্টোরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে তা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দোকানের মালামাল পুড়ে আট লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন দোকান মালিক সোহেল রানা।
অন্যদিকে সোমবার রাত ৯টার দিকে উপজেলা সদরের মেডিকেল মোড়ের অদূরে আগুনে একটি চায়ের দোকান পুড়ে গেছে। খড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।