কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভ টিজিং নিয়ন্ত্রণ সহজে করা যায়। এসব বিষয় উল্লেখ করে সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাটে গতকাল কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
কামারখন্দ: দিনটি উপলক্ষে গতকাল বেলা ১১টায় কামারখন্দ থানা চত্বরে সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহর সভাপতিত্বে বক্তব্য দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কামারখন্দ সার্কেল শাহীনুর কবির।
তিনি বলেন, ‘কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে ওঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভ টিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়।
বগুড়া: বগুড়া জেলা সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে সংগঠনের জেলা সমন্বয় কমিটির আহ্বায়ক মোজাম্মেল হক লালুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
আদমদীঘি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘মুজিববর্ষে পুলিশনীতি, জনসেবা আর সম্প্রীতি’—এ স্লোগানে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উপলক্ষে এর আয়োজন করা হয়। গতকাল শনিবার বেলা ১১টায় সান্তাহার স্টেশনে প্ল্যাটফর্ম থেকে শোভাযাত্রা বের হয়। পরে একই স্থানে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে।
শেরপুর: শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের আয়োজনে এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে দুপুর ১২টায় এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে ক্যাম্প চত্বরে এক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সারিয়াকান্দি: ‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ প্রতিপাদ্য সামনে রেখে সারিয়াকান্দিতে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বগুড়া জেলা পুলিশের আয়োজনে গতকাল শনিবার বিকেল ৪টায় সারিয়াকান্দি সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় ওই সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট: গতকাল দুপুরে জয়পুরহাট পুলিশ লাইনস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা। কমিউনিটি পুলিশিং জেলা সমন্বয় কমিটির সদস্যসচিব নন্দলাল পার্শীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট।