হোম > ছাপা সংস্করণ

হারমোনিয়াম

সম্পাদকীয়

২৫ মার্চ বোঝা যাচ্ছিল, ইয়াহিয়া সরকার বাঙালিদের হাতে ক্ষমতা দেবে না। অস্বাভাবিক কিছু ঘটতে পারে, সেটা বোঝা যাচ্ছিল। তাজউদ্দীন আহমদের বাড়িতে উত্তেজনা। মিমি আর সোহেলকে নিয়ে জোহরা তাজউদ্দীনের চলে যাওয়ার কথা জিঞ্জিরায় তাজউদ্দীন আহমদের বন্ধু মি. হামিদের বাড়িতে। হামিদ সাহেব গাড়ি নিয়ে এসেছেন অনেকক্ষণ, কিন্তু তাজউদ্দীন না ফেরায় ওদের নিয়ে যেতে পারছেন না। রাত ১০টা বেজে গেলে হামিদ সাহেব ফিরে গেলেন। সাড়ে ১০টার দিকে ফিরলেন তাজউদ্দীন।

তাজউদ্দীন আহমদের মন ছিল খুব খারাপ। তিনি বললেন, ‘কথা ছিল মুজিব ভাই আর আমি আজ রাতে আত্মগোপন করে পরিস্থিতি কোন দিকে যায়, পর্যবেক্ষণ করব। সেই মতো থাকার ব্যবস্থা আমাদের আগে থেকেই করা ছিল। কিন্তু এখন মুজিব ভাই কিছুতেই বাড়ি থেকে যাবেন না। আমিও যাব না।’

তাজউদ্দীন আহমদ কাপড় ছাড়লেন। লুঙ্গি আর গেঞ্জি পরে বাড়ির লনে পায়চারি করতে লাগলেন। এ সময় একটা জিপ এসে থামল বাড়ির সামনে। জিপে করে এসেছিলেন ব্যারিস্টার আমীর-উল ইসলাম আর ড. কামাল হোসেন। তাঁরা তিনজন বাগানে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন।

তাজউদ্দীন আহমদ বললেন, ‘মুজিব ভাই বাসা থেকে গেলেন না। আমিও যাব না।’

কিন্তু কয়েক মুহূর্ত পর তিনি মত বদলে ফেললেন। দ্রুত কাপড় পাল্টে তাঁদের দুজনের সঙ্গে উঠে পড়লেন জিপে। যাওয়ার সময় দ্রুত এক হাতে নিয়ে নিলেন শার্ট আর অন্য হাতে নিলেন একটা রাইফেল।

জোহরা তাজউদ্দীন জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলেন স্বামীর দিকে। তাজউদ্দীন আহমদ দূর থেকে বললেন, ‘তোমরা কী করবে করো। আমি চললাম।’

জিপটা সাঁ করে বের হয়ে গেল।

ঠিক তার কয়েক মিনিট পরেই প্রচণ্ড গুলির শব্দ। ভীত জোহরা নিজের বাড়ি ছেড়ে বাচ্চাদের নিয়ে ওপরতলার ভাড়াটিয়ার বাড়িতে গিয়ে দাঁড়ালেন। তাজউদ্দীন আহমদের বাড়িতে পাকিস্তানি সৈন্যরা এসে তাণ্ডব চালাল।

সূত্র: সিমিন হোসেন রিমি, আমার ছোটবেলা, ১৯৭১ এবং বাবা তাজউদ্দীন আহমদ, পৃষ্ঠা ৬২-৬৩

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ