নওগাঁর মান্দা উপজেলায় কুরকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভবন উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মোল্লা।
ভবন উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল চন্দ্র বারিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়ছার হাবীব, তেঁতুলিয়া ইউপির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সাত্তার, আওয়ামী লীগ নেতা বাবুল আকতার, চকশ্যামরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ ও কালিকাপুর-চক কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ্জামান সেন্টু প্রমুখ।
জানা গেছে, এলজিইডির বাস্তবায়নে এক কোটি ১৪ লাখ ৮৮ হাজার ৫৭০ টাকা ব্যয়ে বিদ্যালয় নতুন ভবন নির্মাণ করা হবে।