খুলনায় জাকির হোসেন কালু নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পূর্ব মোহাম্মাদ নগর হুসাইন মসজিদের পাশের একটি খেত থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ৭ থেকে ৮ জন অজ্ঞাতনামা ব্যক্তি জাকিরের বাড়িতে প্রবেশ করেন। এরপর থেকেই জাকিরকে আর খুঁজে পাননি পরিবারের সদস্যরা।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আট বছর আগে নগরের গল্লামারী লায়ন্স স্কুল এলাকার এক নারীর সঙ্গে বিয়ে হয় জাকিরের। কিন্তু ওই বিয়ে খুব বেশি দিন টেকে না। ওই নারীকে তালাক দেন জাকির। এ ঘটনায় ওই নারী জাকিরের নামে লবনচরা থনায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।
আরও জানা গেছে, বিবাহ বিচ্ছেদের পর থেকেই ওই নারী জাকিরকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন। বুধবার রাতে জাকির নিখোঁজ হওয়ার আগে ওই নারী ও কয়েক ব্যক্তিকে জাকিরের বাড়ির এলাকায় দেখা যায়।
রাত সাড়ে ৯টার দিকে জিরো পয়েন্ট এলাকার সোহাগসহ অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জন পুলিশের পরিচয় দিয়ে জাকিরের বাড়িতে প্রবেশ করেন। এক পর্যায়ে তাঁরা জাকিরকে মোটরসাইকেলে করে তুলে নিয়ে যান। এ ঘটনার পরের দিন সকালে জাকিরকে তাঁর বাড়ির পাশের একটি খেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।
এ বিষয়ে লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সমীর কুমার সরকার বলেন, ‘বৃহস্পতিবার সকালে থানায় খবর আসে জাকিরের বাড়ির পাশের একটি খেতে তাঁর লাশ পড়ে রয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশটি উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী রেক্সনা বেগম বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।