বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) হাসনাবাদ ইকুরিয়া কার্যালয় থেকে দালালচক্রের ৩ সদস্যকে আটক করা হয়েছে। আটক তিনজনের দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অপর ১ ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রোববার বিকেলে বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আব্দুর রাজ্জাক। তিনি ওই এলাকার হাসনাবাদ মোকামপাড়া গ্রামের বাসিন্দা।
বিআরটিএ নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়শা আক্তার জানান, ইকুরিয়া বিআরটিএ এলাকায় প্রতিদিন দালালদের খপ্পরে সেবা প্রত্যাশীদের ভোগান্তির অভিযোগ পেয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে দালাল চক্রের অনেকে পালিয়ে যায়। এ সময় ৩ জনকে আটক করা হয়েছে। আটক তিনজনের দু জনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়। অপর ১ ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।