ময়মনসিংহ সদরের নয়াপাড়া গ্রামে মসজিদের জমি নিয়ে দ্বন্দ্বে এক পক্ষের হামলায় অপর পক্ষের দুই ভাই নিহত হয়েছেন। এর পরিপ্রেক্ষিতে এলাকার লোকজন হামলাকারীদের ঘরবাড়ি ভাঙচুর ও লুট করেছেন। গত শুক্রবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নয়াপাড়া গ্রামের আলী আকবরের ছেলে রফিকুল ইসলাম (৩৫) ও সফিকুল ইসলাম (৩০)। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
এলাকার লোকজন জানান, নয়াপাড়া গ্রামের তালেবিয়া জামে মসজিদ ও মাদ্রাসার জমি নিয়ে আলী আকবর ও হাসিম মেম্বারের পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সম্প্রতি দুই পক্ষই কমিটি ভেঙে পৃথক পৃথক কমিটি করে। হাসিম মেম্বারের পক্ষ গত ২৪ নভেম্বর মাদ্রাসার মাঠে ইসলামি সভার আয়োজন করে। সভা ঠেকাতে আলী আকবরের পক্ষ পুলিশে অভিযোগ করে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সংঘাত এড়াতে সভা বন্ধ করে দেয়। সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ সমাধানের আশ্বাস দিয়ে পরিবেশ শান্ত করেন।
তবে হাসিম মেম্বারের পক্ষ গত শুক্রবার সকালে আলী আকবর ও তাঁর দুই ছেলের ওপর হামলা চালায়। পরে এলাকার লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে রফিকুল মারা যান। সফিকুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী হাসিম মেম্বার ও তাঁর সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুট করেন।
এ বিষয়ে আলী আকবর বলেন, ‘চেয়ারম্যান বিষয়টি মীমাংসা করে দেওয়ার কথা বলেছিলেন। তবে হাসিম মেম্বার ও তাঁর লোকজন হামলা চালিয়ে আমার দুই ছেলেকে খুন করেছে।’ এদিকে হাসিম মেম্বার পলাতক থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সিরতা ইউপি চেয়ারম্যান আবু সাঈদের মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।
কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। তবে শনিবার ভোরে রুবেল ও মমতাজ নামে দুজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।