ভূঞাপুর প্রতিনিধি
সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদের বিরুদ্ধে ভূঞাপুরে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার সকালে ভূঞাপুর প্রেসক্লাবের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ওই কর্মকর্তাকে অপসারণের দাবিও করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামানিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, ভূঞাপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ প্রমুখ।