হোম > ছাপা সংস্করণ

ভোমরা স্থলবন্দর উন্নয়নে মতবিনিময়

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর আধুনিকায়ন ও অটোমেশনের লক্ষে মতবিনিময় সভা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে বন্দর ভবনের সভা কক্ষে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের আয়োজনে সভাটি হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হ‌ুমায়ূন কবির। প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা সদর-২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

এ সময় বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আলমগীর, বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য যুগ্ম সচিব মো. মোস্তফা কামাল মজুমদার, সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হ‌ুমায়ূন কবির, স্থলবন্দর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিমসহ স্থলবন্দর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় অংশগ্রহণকারী ব্যবসায়ীরা বলেন, ভোমরা স্থলবন্দর থেকে কলকাতার দূরত্ব অন্যান্য বন্দরের তুলনায় অনেক কম। বছরে হাজার কোটি টাকার রাজস্ব আহরিত হচ্ছে এ বন্দর থেকে। অথচ পূর্ণাঙ্গ বন্দর ঘোষণার পরে দৃশ্যত কোনো উন্নয়ন নেই ভোমরা স্থলবন্দরে। বেনাপোলের মতো সব পণ্যের আমদানির সুবিধা এখানে যদি থাকত, তবে কয়েক হাজার কোটি টাকা রাজস্ব সরকার পেত। বক্তারা অতি দ্রুত কিপিং লাইসেন্স প্রদানসহ ইয়ার্ড ও রাস্তা সংস্কারের দাবি জানান।

সভায় বন্দরে বিভিন্ন সমস্যা ও তার সমাধান, উন্নয়ন, আধুনিকায়ন ও অটোমেশনের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ