হোম > ছাপা সংস্করণ

মনোনয়নপত্র দাখিলে স্বাস্থ্যবিধি উপেক্ষা

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

শান্তিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল রোববার সকাল থেকে বাড়তে থাকে মনোনয়ন প্রত্যাশীদের ভিড়। উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) আটটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যানসহ সদস্যা প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় করেন মনোনয়নপত্র জমা দিতে। এ সময় আগতেরা মানেনি সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি। অনেকের মুখে ছিল না মাস্কও।

গতকাল রোববার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদের মনোনয়নপত্র জমা দিতে আসেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে প্রার্থীদের সমর্থদের উপজেলা পরিষদ চত্বরে মিছিল নিয়ে লোক সমাগম বাড়তে থাকে। তবে করোনা সংক্রমণ রোধে উপজেলা পরিষদ চত্বরে স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশনা থাকলেও তা মানেননি কেউই। অনেকেরই মুখে মাস্ক ছিল না। কারও কারও মাস্ক ছিল থুতনিতে। ঘা ঘেঁষে প্রার্থী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আসন্ন তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৮ নভেম্বর। এদিন উপজেলা আটটি ইউনিয়নে অনুষ্ঠিত হবে দশম ইউপি নির্বাচনের ভোট গ্রহণ। ২ নভেম্বর মনোনয়ন দাখিলের দিন শেষ হবে। ৪ তারিখ পর্যন্ত চলবে প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ের কাজ। ১১ নভেম্বর পর্যন্ত থাকবে প্রার্থী প্রত্যাহারের তারিখ।

ইতিমধ্যে শান্তিগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৩৮ জন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন এবং তাদের কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছেন।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জসিম উদ্দিন শরীফি বলেন, স্বাস্থ্য বিধি মানা খুবই জরুরি। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে যা যা প্রয়োজন ইতিমধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

উপজেলা পরিষদ চত্বরে মিছিল নিয়ে লোক সমাগম বাড়তে থাকে। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও তা মানেননি কেউই। অনেকেরই মুখে মাস্ক ছিল না। কারও কারও মাস্ক ছিল থুতনিতে। ঘা ঘেঁষে প্রার্থী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ