রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মনোনয়ন বাণিজ্য করেছেন বলে অভিযোগ উঠেছে। নৌকার মনোনয়ন না পেয়ে মাড়িয়া ইউপি নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আব্দুল লতিফ মৃধা এ অভিযোগ তুলেছেন। গতকাল শনিবার বিকেলে উপজেলার হোজা গ্রামে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আব্দুল লতিফ মৃধা বলেন, ‘আমি ১৯৭৯ সালে দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র থাকাকালে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হই। আমি যেন মনোনয়ন না পাই সে জন্য আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা। অথচ তিনি দুর্গাপুর ও পুঠিয়ায় লাখ লাখ টাকার বিনিময়ে জনসমর্থনহীন ব্যক্তিদের নাম কেন্দ্রে সুপারিশ করেছেন।’
এ বিষয়ে জানতে রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুর্গাপুর পুঠিয়া আসনের সাবেক সাংসদ আব্দুল ওয়াদুদ দারার মোবাইল নম্বরে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।