হোম > ছাপা সংস্করণ

ইরানি নির্মাতার সিনেমায় জয়া আহসান

অনন্ত জলিলের ‘দিন: দ্য ডে’ সিনেমাটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। তাঁরই নতুন আরেকটি সিনেমায় অভিনয় করছেন জয়া আহসান। বাংলাদেশে এখন চলছে সিনেমাটির ‍শুটিং। এ কারণে বর্তমানে এই পরিচালক অবস্থান করছেন ঢাকাতেই।

জানা গেছে, নির্মাতা জমজমসহ আরও চারজন ইরানি কুশলী গত মার্চ থেকে বাংলাদেশেই আছেন। শুটিংয়ের আগে লোকেশন খুঁজতে চষে বেড়িয়েছেন ঢাকার বিভিন্ন স্থান। অতাশ জমজমের চিত্রনাট্য ও পরিচালনায় সিনেমাটির নাম রাখা হয়েছে ‘ফেরেশতে’। এ সিনেমায় অভিনয় করছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। সঙ্গে আছেন আরেক অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। সিনেমায় জয়া আহসান মূল চরিত্রে অভিনয় করছেন বলে জানা গেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে জানা যায়, অনুমতি নেওয়ার সময় সিনেমাটির নাম ছিল ‘সিএনজি’। গত ১৩ মার্চ তাঁরা মন্ত্রণালয় থেকে এ দেশে শুটিংয়ের অনুমতি পান।

নির্মাতা মুর্তজা অতাশ জমজম ও তাঁর টিম এর মধ্যেই রাজধানীর নিউমার্কেট, যমুনা ফিউচার পার্কের কিছু স্থানসহ বসুন্ধরার সোলমাইদ এলাকায় গিয়েছেন। চলতি সপ্তাহে শুটিং চলছে সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টস এলাকায়। সেখানেই পাওয়া গেল জয়া ও শিমুকে। দুজনই রিকশায় চড়ে ঘুরছেন। জয়ার কোলে তিন বছরের একটি বাচ্চা মেয়েও রয়েছে। জানা যায়, বাংলাদেশে প্রায় ২০ দিন শুটিং করবে ‘ফেরেশতে’ সিনেমার টিম।

দীর্ঘ ক্যারিয়ারে মুর্তজা অতাশ জমজম নির্মাণ করেছেন বেশ কিছু চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য সিনেমা ও তথ্যচিত্র। ২০১৭ সালে রোহিঙ্গাদের নিয়ে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করতে বাংলাদেশে আসেন তিনি। ‘শারমে বুদা’ (বাংলা নাম বিমর্ষ বুদ্ধ) প্রামাণ্যচিত্রটি দেশে-বিদেশে বহুল প্রশংসিত হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ