হোম > ছাপা সংস্করণ

চুরির অভিযোগে মা ছেলেসহ গ্রেপ্তার ৩

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

শরণখোলা থানা-পুলিশ মা ছেলেসহ তিনজনকে চুরির অভিযোগে গ্রেপ্তার করেছে। তাঁদের কাছ থেকে অর্ধ লক্ষাধিক টাকা ও মোবাইল কার্ড উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের গতকাল সোমবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।

শরণখোলা থানা-পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ গত রোববার সন্ধ্যায় উপজেলার রাজৈর গ্রাম থেকে চুরির সঙ্গে জড়িত সন্দেহে রাজৈর গ্রামের আম্মার খানকে (২২) গ্রেপ্তার করে। পরে আম্মারের স্বীকারোক্তি অনুযায়ী একই গ্রামের জাকারিয়া হাওলাদার (২২) ও জাকারিয়ার মা কাজল বেগমকে (৫২) গ্রেপ্তার করা হয়।

এ সময় পুলিশ কাজল বেগমের কাছ থেকে নগদ ৬২ হাজার ৫০০ টাকা এবং কিছু এমবি ও মিনিট কার্ড উদ্ধার করে।

গত বুধবার দুপুরে উপজেলার রাজৈর গ্রামে শরণখোলা কলেজ মোড়ের আবুল কালাম হাওলাদারের লাইব্রেরি ও টেলিকমের দোকানের তালা ভেঙে দোকানের ক্যাশ বাক্স থেকে নগদ এক লাখ ৭৬ হাজার টাকা এবং বিভিন্ন মোবাইল কোম্পানির বিপুল পরিমাণ এমবি ও মিনিট কার্ড চুরি হয়। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পেশাদার চোর। তাঁদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আইনগত ব্যবস্থার জন্য সোমবার সকালে বাগেরহাট আদালতে পাঠানো হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ