হোম > ছাপা সংস্করণ

অটোরিকশা থেকে ভাইকে নামিয়ে কিশোরীকে ধর্ষণ

সিলেট সংবাদদাতা

সিলেট মহানগরীতে সিএনজি অটোরিকশা থেকে কৌশলে ভাইকে নামিয়ে দিয়ে বাক্‌প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণ করেছেন ওই অটোরিকরশার চালক।

গত মঙ্গলবার সন্ধ্যায় জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকায় এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত বুদু মিয়া ওরফে মক্কু মিয়াকে (৩২) আটক করে জালালাবাদ থানা–পুলিশ। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বুদু মিয়া সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন মোকামবাড়ি (পাগলা) গ্রামের ফজলু মিয়ার ছেলে। গত মঙ্গলবার বিকেল সোয়া পাঁচটার দিকে ওই কিশোরী তার ভাইয়ের সঙ্গে সিলেটের তেমুখী পয়েন্ট থেকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে বুদু মিয়ার সিএনজি অটোরিকশায় ওঠে। জালালাবাদ থানার জাঙ্গাইল সিএনজি পাম্পের কাছে পৌঁছার পর চালক জানান অটোরিকশা নষ্ট হয়েছে। এ সময় কিশোরীর ভাইকে গাড়িতে ধাক্কা দেওয়ার কথা বলে নামিয়ে দেন। কিশোরীর ভাই গাড়ির পেছনে ধাক্কা দিতে গেলে বুদু মিয়া কিশোরীকে নিয়ে গাড়ি চালিয়ে পালিয়ে যান।

কিশোরীর ভাই জালালাবাদ থানা–পুলিশে বিষয়টি জানান। পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে সন্ধ্যার পর জাঙ্গাইল সিএনজি পাম্পের পাশের একটি অন্ধকার স্থান থেকে ওই কিশোরীকে উদ্ধার এবং বুদু মিয়াকে আটক করে।

সিলেট মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে গত মঙ্গলবার রাতেই ধর্ষক বুদু মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ওই কিশোরী বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে। ধর্ষণের ঘটনায় তার ভাই বাদী হয়ে মঙ্গলবার জালালাবাদ থানায় মামলা করেছেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ