মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বাবাকে গ্রেপ্তার করেছে মুক্তাগাছা থানা-পুলিশ। গতকাল বুধবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মুক্তাগাছা থানায় ওই বাবার নামে মামলা হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার একটি গ্রামের ভ্যানচালক ওই বাসিন্দা বিভিন্ন সময়ে তাঁর ১৩ বছরের মেয়েকে যৌন হয়রানি করত। এমনকি বছর খানিক আগে মেয়েকে ঘুমের মধ্যে ধর্ষণ করে। এ ছাড়া গত ১৪ সেপ্টেম্বর স্ত্রী বাড়িতে না থাকায় মেয়েকে একা পেয়ে আবারও ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কিশোরীর চিৎকারে ধর্ষণে ব্যর্থ হয় ওই ব্যক্তি।
বিষয়টি পরিবারের মধ্যে জানাজানি হলে ওই কিশোরীর মা তাঁর স্বামীর বিরুদ্ধে মুক্তাগাছায় থানায় অভিযোগ দায়ের করেন। গতকাল বুধবার তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
কিশোরীর মা বলেন, তাঁর মেয়েকে এক বছর আগে ধর্ষণ করা হয়। এরপর বিভিন্ন সময় মেয়েকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা চালায় তাঁর স্বামী। এত দিন বিষয়টি গোপন রাখা হয়েছিল।
এ ঘটনার সত্যতা স্বীকার করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।