খুলনার দাকোপ উপজেলায় অভিযান চলিয়ে অস্ত্র ও গুলিসহ চারজনকে আটক করেছে র্যাব-৬।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে উপজেলার দাকোপ সেতু সংলগ্ন এলাকায় র্যাবের সদস্যরা এ অভিযান পরিচালনা করে। এ সময় জনৈক স্বপনের দোকানের সামনের রাস্তার ওপর হতে অস্ত্র ও গুলিসহ তাঁদেরকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, উপজেলার বাজুয়া এলাকার বাসিন্দা জনৈক গাইন (২৫), খালিশপুর থানার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান ফরাজী (৩১), দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার বাসিন্দা রবিউল ইসলাম রাসেল (৩৬), খানজাহান আলী থানার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রানা হাওলাদার (৪২)। এ সময় উপজেলার চুনকুড়ি এলাকার কৃষ্ণ চক্রবর্তী (৩০) ও অসিম (৩০) পালিয়ে যায়।
আটক ব্যক্তিদের কাছ থেকে একটি দেশীয় রিভলবার, চার রাউন্ড গুলি, পাঁচটি মোবাইল ফোন ও দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এ ব্যাপারে র্যাব-৬ এর এস আই আব্দুল বাতেন বাদী হয়ে অস্ত্র আইনে উক্ত ছয়জনকে আসামি করে দাকোপ থানায় দুইটি মামলা করেন।
মামলার পর আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সেকেন্দার আলী।