ফেনীর ফাজিলপুর থেকে চুরি হওয়া এক্সকাভেটরের যন্ত্রাংশ ঢাকার শ্যামপুর থেকে উদ্ধার করেছেন ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থোয়াই অং প্রু মারমা।
এ বিষয়ে গত মঙ্গলবার রাতে ফেনী মডেল থানায় তিনি সংবাদ সম্মেলন করে দুটি এক্সাকাভেটর চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন ও মামলার অগ্রগতি তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ও মামলার তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন উপস্থিত ছিলেন।
থোয়াই অং প্রু মারমা বলেন, ফেনী মডেল থানার ফাজিলপুরে হাবিব উল্যার নতুন বাড়ির সেতুসংলগ্ন এলাকা এবং ফাজিলপুর জিরো পয়েন্ট কমিউনিটি সেন্টারের সামনে থেকে গত ২৩ সেপ্টেম্বর দুটি এক্সাকাভেটর চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় আসামি জয়নাল আবেদীন রবিনকে (২৬) গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে সে অপর আসামি একরামুল হক মানিক, জাহিদ হোসেন সুজন, মো. ইসমাইল, মারুফ খান ও মোতালেব ব্যাপারী ঘটনায় জড়িত থাকার কথা বলে।
আসামি জয়নাল আবেদীন রবিনের দেওয়া তথ্যমতে, অভিযান চালিয়ে একরামুল হক মানিক ও জাহিদ হোসেন সুজনকে গ্রেপ্তার করা হয়।
সুজনের দেওয়া স্বীকারোক্তি মতে ঢাকার শ্যামপুর এলাকা থেকে মো. ইসমাইল, মারুফ খান ও মোতালেব ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্যমতে, মারুফ খানের মেশিনারি দোকান থেকে এক্সকাভেটরের বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জয়নাল আবেদীন রবিন, একরামুল হক মানিক, জাহিদ হোসেন সুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।