কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে বাঁশগ্রাম আলাউদ্দিন আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজ অডিটোরিয়ামে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ।
সভাপতিত্ব করেন কলেজের পরিচালনা পরিষদের সভাপতি জান্নাতুন নাহার। বিশেষ অতিথির বক্তব্য দেন বাগুলাট ইউনিয়ন পরিষদের (ইউপির) চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ জামাল সরকার, কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুস সাত্তার, বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হামিদুল ইসলাম প্রমুখ। আরও ছিল কলেজের শিক্ষক–শিক্ষার্থীরা