হোম > ছাপা সংস্করণ

অজ্ঞানে লুটের ঘটনা বাড়ছে

পাইকগাছা প্রতিনিধি

পাইকগাছায় অচেতন করে টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা বেড়েছে। গত বুধবার রাতে একই পরিবারের ৫ সদস্যকে অচেতন করে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে দুর্বৃত্তরা। এই নিয়ে গত ১৫ দিনে উপজেলার ৪টি বাড়িতে ঘটেছে এমন ঘটনা। একের পর এক এমন ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, অপরাধীদের দ্রুতই আটক করা হবে।

জানা গেছে, গত বুধবার রাতে উপজেলার গোপালপুর গ্রামের বোয়ালিয়া রোডের পাশে সন্তোষ বিশ্বাসের বাড়িতে জানালা দিয়ে চেতনানাশক স্প্রে করে। এতে সন্তোষ বিশ্বাস (৬৫), পল্লি চিকিৎসক দীপঙ্কর বিশ্বাস (৩৫), তার স্ত্রী স্মৃতি বিশ্বাস (২৮) ও ৯ মাসের শিশুকন্যা দিবীশা অজ্ঞান হয়ে যায়।

এ সময় দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে নগদ সাড়ে ৬২ হাজার টাকা, ৪ ভরি সোনার গহনা, পিতল-কাঁসার পাত্র লুটে নিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ ও জনপ্রতিনিধিরা পরিদর্শন করেছে। পাইকগাছা থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

গত সোমবার রাতে উপজেলার গোপালপুর গ্রামের মৃত বক্স গাজীর পুত্র আব্দুল হামিদ গাজীর বাড়ির লোকজন তাদের বাড়ির দুটি রুমে ঘুমিয়ে পড়েন। আব্দুল হামিদ গাজী জানান, আমাদের ঘরের জানালা খোলা থাকায় রাত আনুমানিক ২টার দিকে চেতনানাশক স্প্রে করে বলে ধারণা করছি।

আমার জ্ঞান ফিরলে দেখি আমাদের পরিবারের লোকজন সবাই হাসপাতালে। আব্দুল হামিদ গাজীর স্ত্রী রেহানা বেগম জানান, আমরা অচেতন হয়ে পড়লে জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে ঘরে থাকা সোনার গয়না, নগদ ১৭ হাজার টাকা ও কানে থাকা দুল খুলে নিয়ে পালিয়ে যায়। গত ৮ সেপ্টেম্বর রাতে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের এক সেনা কর্মকর্তার বাড়িতে সেনা সদস্যসহ পরিবারের চার সদস্যকে চেতনানাশক স্প্রে করে বাড়িতে থাকা গয়না ও টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

গত ১৩ সেপ্টেম্বর রাতে উপজেলার লস্কর ইউপির উত্তর খড়িয়ার অজিত গাইনের বাড়িতে একই কায়দায় নগদ ৬০ হাজার টাকা ও কয়েক ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। পাইকগাছা থানার ওসি শফী জানান, চেতনানাশক স্প্রে করে মানুষের সম্পদ চুরি করে নেওয়ার বিষয়টি আমি নিজেই তত্ত্বাবধান করছি। ভ্রাম্যমাণ ডিউটি বাড়ানো হয়েছে। শিগগির এই সংঘবদ্ধ চক্রটি ধরা পড়বে বলে আশা করছি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ