দুই-একটি গাড়ি ছাড়া পুরো রাস্তা খালি। ধূসর প্রান্তের মতো খাঁ খাঁ করছে চারদিক। দুই পাশের সব দোকান বন্ধ। গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে মিয়ানমারের এমনই চিত্র। রাস্তায় চলাচল এবং দোকানপাট বন্ধ করে সরকারের বিরুদ্ধে এমন ‘নীরব প্রতিবাদ’ শুরু করেছেন জান্তাবিরোধীরা। দেশটির উত্তরাঞ্চলের শহর শ্বেবোতে কালো কাপড় পরে নীরবে পদযাত্রার মাধ্যমে প্রতিবাদ করেছে আরেক দল।
প্রতিবাদকারীদের অন্যতম নেতা খিন সান্দার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘মিয়ানমারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে আমরা বিশ্বকে বার্তা দিতে চাই। নীরবতাই সবচেয়ে বড় চিৎকার। আমরা অধিকার ফিরে পেতে চাই। বিপ্লব ফিরে পেতে চাই।’
এদিকে জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংকে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সামনে মানবতাবিরোধী অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে। অপরাধ তদন্ত চালু করার তাগিদ দিয়েছে লন্ডনভিত্তিক বেসরকারি সংস্থা এমএপি।