গবেষণায় ইচ্ছুক এমন অসংখ্য পেশাজীবী ও তরুণ গবেষক পৃথিবীর সব প্রান্তেই রয়েছে। এসব মানুষের দক্ষতা বিকাশের সুযোগ দেওয়ার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে বাইরের দেশের তরুণদের ফেলোশিপের মাধ্যমে যুক্ত করা হয়। ফেলোশিপে অংশ নেওয়ার মাধ্যমে ব্যবহারিক দক্ষতা বিকাশের যেমন সুযোগ থাকে, তেমনি নিজের অভিজ্ঞতা ও কাজ সম্পর্কেও অন্যদের জানানো যায়। এটাও অনেকটা স্কলারশিপের মতোই, তবে এখানে কোনো ছকবাঁধা নিয়ম বা পাঠ্যক্রম থাকে না। এগুলো না থাকলেও বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও প্রেজেন্টেশনের মাধ্যমে অংশগ্রহণকারীদের দক্ষতা বিকাশের সুযোগ থাকে।
তেমনি বিশ্বব্যাংক রবার্ট এস ম্যাকনামারার নামে একটি ফেলোশিপ প্রোগ্রামের আয়োজন করেছে। আট মাসের এই ফেলোশিপে রয়েছে দক্ষতা বৃদ্ধির নানান সুযোগ-সুবিধা। বাংলাদেশসহ বিশ্বব্যাংকের যেকোনো সদস্যদেশের স্নাতকোত্তর শেষ করা শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পেশাজীবী ও তরুণ গবেষকদের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করতে সহায়তা করা। এর পাশাপাশি নিজ নিজ দক্ষতার উন্নয়নের জন্য বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ, জ্ঞান বিনিময়ের ব্যবস্থাও করা হয়ে থাকে।
যেসব বিষয়ে গবেষণা করা যাবে
সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় কাগজপত্র
ওয়েবসাইট
আবেদনের শেষ সময়: ৩ এপ্রিল, ২০২৩
অনুবাদ: মুসাররাত আবির