হোম > ছাপা সংস্করণ

৫ লাখ মানুষের ভরসা চার নৌকা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের রানীনগর এলাকায় মহানন্দা নদী পারাপারে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। সেতু না থাকায় নৌকায় ভরসা করতে হয়।

সরেজমিনে দেখা যায়, রানীনগর-মহিপুর গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে মহানন্দা। এ নদী পারাপারের জন্য রয়েছে চারটি নৌকা। সকালে দুটি আর রাতে দুটি ব্যবহার করা হয়। প্রতিদিন এই নৌকা দিয়ে পার হয় চার শতাধিক মোটরসাইকেল, বাইসাইকেল, ভ্যানসহ অন্যান্য যানবাহন। পাশেই রয়েছে একটি স্কুল ও একটি কলেজ। সময়মতো নৌকা না পাওয়ায় শিক্ষার্থীদের প্রায়ই পড়তে হয় বিপাকে। শিবগঞ্জ, নাচোল ও গোমস্তাপুর উপজেলায় যাতায়াতের সহজ পথ হওয়ায় ওই তিন উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ নিয়মিত যাতায়াত করে এ পথ দিয়ে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রানীনগর ঘাট দিয়ে পারাপার হয় ধাইনগর, চককীর্তি, দিয়াড়, গোবরাতলা, লাউঘাটা, মহিপুর, শ্যামপুর, নাককাটি তলা, বেহুলা, কানসাট, মুন্সিপাড়াসহ ৩ উপজেলার প্রায় ৫০০ গ্রামের মানুষ।

ধাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আ ক ম তাবারিয়া চৌধুরী জানান, সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করা হয়েছে। একটি সেতু নির্মাণ হলে পাঁচ লাখ মানুষের দুর্ভোগ কমবে।

শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, ‘সংশ্লিষ্ট দপ্তর আমাদের কাছে তথ্য চেয়েছে। দ্রুত রানীনগর এলাকা পরিদর্শন করে প্রতিবেদন পাঠানো হবে।’

চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ আসনের সাংসদ ডা. সামিল উদ্দীন আহমেদ বলেন, ‘রানীনগরে সেতু নির্মাণের জন্য ইতিমধ্যে সংসদে আলোচনা হয়েছে। আশা করছি দ্রুতই কাজ শুরু হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ