হোম > ছাপা সংস্করণ

স্বামীর চেয়ে স্ত্রী ‘৬০ বছরের বড়’

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় স্বামী গৌতম হালদারের চেয়ে স্ত্রী দেবী হালদার ৬০ বছরের বড়। জাতীয় পরিচয়পত্রে ভুলের কারণে এ পরিস্থিতিতে দেখা যায়। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বর্তমানে গৌতম হালদারের বয়স ৪৪ বছর ও দেবী হালদারের বয়স ১০৪ বছর ১১ মাস ১৭ দিন। গত বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে আইডি কার্ডের সমস্যা দেখবেন বলে জানিয়েছেন নাজিরপুর উপজেলা নির্বাচন অফিসার এ. বি. এম. সিদ্দিক।

জানা যায়, পিরোজপুরের নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়ন ছৈলাবুনিয়া গ্রামের চিত্তরঞ্জন হালদারের ছেলে ব্যবসায়ী গৌতম হালদার। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী গৌতম হালদারের জন্ম ১৯৭৭ সালের ৬ জানুয়ারি। সে হিসেবে তার বয়স ৪৪ বছর ১১ দিন। অন্যদিকে দেবীর জন্ম ১৯১৭ সালের ৬ ডিসেম্বর। সে হিসেবে দেবীর বয়স ১০৪ বছর ১১ মাস ১৭ দিন। ফলে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী স্ত্রী দেবী হালদার স্বামী গৌতম হালদারের থেকে ৬০ বছরের বড়।

ভুক্তভোগীর স্বামী গৌতম হালদার বলেন, ‘আমরা ২০১৮ সালের সর্বশেষ হালনাগাদের পরে কার্ড পেয়েছি। কার্ডটি ওভাবে কখনো প্রয়োজন না হওয়ায় ভুলটি চোখে পড়েনি। আমার ছেলের একটি কাজের প্রয়োজনে ভুলটি চোখে পড়ার পরে আমি নির্বাচন অফিসে গিয়েছিলাম। প্রথমবার আমাকে অফিস থেকে বলেছে পরে আসেন। পরে একদিন অফিসে গিয়ে ওই কর্মকর্তাকে না পাওয়ায় আর পরিবর্তনের জন্য গুরুত্ব দিই নাই। তবে বিষয়টি নিয়ে আমরা সমস্যার মধ্যে আছি।’

নাজিরপুর উপজেলা নির্বাচন অফিসার এ. বি. এম. সিদ্দিক বলেন, ‘পরিচয়পত্রে ভুলের বিষয়টি না দেখে কিছুই বলা যাবে না। ভুক্তভোগীরা আমার সঙ্গে যোগাযোগ করে অফিসে আসলে আমি বিষয়টি সমাধানের চেষ্টা করবো।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ