হোম > ছাপা সংস্করণ

প্রধান আসামি কারাগারে

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি

বড়লেখার উত্তর শাহবাজপুর ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন আলম (৩৮) হত্যা মামলার প্রধান আসামি কাজল মিয়াকে কারাগারে পাঠানো হয়েছে। গত মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী খন্দকার সাইফুর রহমান রানা ও আইনজীবী ইমরান আহমদ।

এর আগে গত সোমবার বিকেলে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহরিয়ার কবিরের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৯ সেপ্টেম্বর সকালে ইউপি সদস্য মাসুক আহমদের সঙ্গে আলীমপুর গ্রামে জানাজায় অংশ নিতে যান আবুল হোসেন। পথিমধ্যে লাতু বিজিবি ক্যাম্পের কাছে পৌঁছলে আগে থেকে সেখানে ওঁৎ পেতে থাকা কাজল মিয়া মোটরসাইকেলের পেছনে বসা আলমের বাম হাতে কোপ দেন। এরপর রাস্তায় ফেলে তাঁকে কুপিয়ে পালিয়ে যান। এ ঘটনায় আলমের বাবা খলিলুর রহমান বাদী হয়ে কাজল মিয়াকে প্রধান এবং আরও কয়েক জনকে অজ্ঞাতনামা আসামি করে বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

শাহবাজপুর তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ধ্রুবেশ চক্রবর্তী ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি প্রধান আসামি কাজল মিয়াসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে মামলাটি মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। সম্প্রতি এই মামলায় মোট ২৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ