কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় ভারতীয় মদসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত রোববার উপজেলার খারনৈ বিওপির সুবেদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে বলমাঠ এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় একটি মোটরসাইকেল ও দুই বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি।
আটক ব্যক্তিরা হলেন মো. মারুফ খান (১৮) এবং প্রবীর সরকার (১৮)। তাঁদের গতকাল সোমবার কলমাকান্দা থানায় সোপর্দ করা হয়। পরে আদালত তোলা হলে তাঁদের কারাগারে পাঠানো হয়। ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এস এম জাকারিয়া গতকাল এই তথ্য নিশ্চিত করেন।