সাতক্ষীরা সদর উপজেলার ছিন্নমূল, দরিদ্র ও শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময় সাতক্ষীরা-২ আসনের সাংসদ রবি বলেন, ‘আমি সাতক্ষীরার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অসহায় মানুষগুলোর কষ্ট অনুভব করেছি, তাই তাঁদের কষ্ট কিছুটা লাঘব করার জন্য এই সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছি। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে।
পৌরসভাসহ আশপাশের শীতার্ত মানুষের মাঝে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়। গরম কাপড় পেয়ে অত্যন্ত খুশি হন শীতার্তরা।