যশোরের অভয়নগরে ফাঁদে ফেলে বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর সোনার গয়না লুট করার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার উপজেলার নওয়াপাড়ার ক্লিনিক পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। প্রতারণার শিকার অনিতা বিশ্বাস পায়রা ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত পুলিন বিহারীর স্ত্রী।
অনিতা বিশ্বাস বলেন, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আমি হাসপাতাল সড়ক দিয়ে হেঁটে নওয়াপাড়ার ওয়াপদা মোড় এলাকায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলাম। পথিমধ্যে নওয়াপাড়ার আল মদিনা ক্লিনিকের পুরোনো ভবনের কাছাকাছি পৌঁছালে কোর্ট-প্যান্ট পরিহিত আনুমানিক ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে বুজুর্গ পরিচয় দিয়ে ব্যক্তিটির কাছে নিয়ে যান আরেক ব্যক্তি।’
অনিতা বিশ্বাস আরও বলেন, ‘প্রথম ব্যক্তির কাছে গেলে তিনি একটি কাচের গুটি বের করে আমার হাতে দিয়ে বলেন, ‘নাকের কাছাকাছি ধরে রাখেন, দোয়া পড়ে দিচ্ছি।’ গুটিটি আমি নাকের কাছে ধরলে অজ্ঞাত ওই ব্যক্তি কিছু একটা পড়ে ফুঁ দেন। এরপর আমি ওই ব্যক্তির কথা মতো আমার হাতে থাকা এক জোড়া সোনার রুলি, কানের দুল ও গলায় থাকা একটি চেইন খুলে তাঁর হাতে দিয়ে দিই। পরে আমাকে তাঁরা একটু সরে দাঁড়াতে বলে মোট আড়াই ভরি ওজনের সোনার গয়না নিয়ে পালিয়ে যান।’
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সত্যতা পাওয়া গেছে। তাদের ধরতে অভিযান চালানো হবে।’