হোম > ছাপা সংস্করণ

জলাবদ্ধতায় নাকাল গড়েয়া হাটের ব্যবসায়ী-ক্রেতারা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া হাটে জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়েছেন হাটে আসা ক্রেতা ও সেখানকার ব্যবসায়ীরা। পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা হলেও কালভার্ট সংস্কার না করায় এ জলাবদ্ধতা দেখা দিয়েছে। সামান্য বৃষ্টি হলেই হাটের মূল সড়কটি পানির নিচে তলিয়ে যায়।

গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, রাস্তার ওপরে পানি জমে থাকার কারণে চলাচলে পথচারীদের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে কালভার্টটি সচল করে পানি নিষ্কাশনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন হাটের ব্যবসায়ী ওই এলাকার সাধারণ মানুষ।

জানা যায়, গড়েয়া হাটের পানি নিষ্কাশনের জন্য তৎকালীন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন হাটের নিজস্ব অর্থায়নে একটি ড্রেন নির্মাণ করে দেন। কিন্তু ড্রেনের মুখে থাকা কালভার্টটি সচল করার বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি। এতে স্থানীয় লোকজন, রাজনৈতিক ব্যক্তি ও ব্যবসায়ীরা ড্রেনের কাজ বন্ধ করে দেয়।

এ বিষয়ে গড়েয়া হাট কমিটির সভাপতি ও গড়েয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজওয়ানুল ইসলাম শাহ রেদো বলেন, ‘ড্রেনর কাজ বন্ধ করে রেখেছেন ওই এলাকার কয়েকজন দলীয় নেতা ও দোকান মালিক। আমরা নিয়ম অনুযায়ী আমাদের কাজ করেছি, আর কালভার্টের কাজ আমাদের কাজের আওতায় পড়ে না। যাঁরা ড্রেনের কাজ করছে তারাই বিস্তারিত বলতে পারবেন।’

সদর ইউএনও আবু তাহের মো. সামসুজ্জামানকে বিষয়টি অবগত করলে তিনি বলেন, ‘দু’এক দিনের মধ্যে ইঞ্জিনিয়ারকে (প্রকৌশলী) বিষয়টি তদন্তের জন্য পাঠানো হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ