হোম > ছাপা সংস্করণ

সোনালী ব্যাংকের ব্যবসায়িক মতবিনিময়

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে সোনালী ব্যাংকের বিভাগীয় কার্যালয়ে ব্যবসায়িক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোনালী ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউট প্রশিক্ষণ হলে গতকাল শুক্রবার ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান কার্যালয়ের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুবুর রহমান। সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় প্রধান জেনারেল ম্যানেজার মো. আব্দুল মজিদ।

এতে ছয়টি রিজওনাল অফিসের প্রধান ও ময়মনসিংহ অঞ্চলের ৪টি শাখার ম্যানেজারেরা অংশ নেন। আঞ্চলিক পর্যায়ের ব্যবসায়িক বিভিন্ন সূচকের লক্ষ্যমাত্রা ও এর বিপরীতে অর্জনের তথ্যাদি নিয়ে আলোচনায় অংশ নেন ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম শামছুল ইসলাম, মো. আমিনুর রহমান খান, মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, মো. মাহমুদুল হক, মো. জাহিদ ইকবাল, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাসান হাফিজুর রহমান, রাস মোহন সাহা ও মো. নুরুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগীয় প্রধানের একান্ত সচিব মো. আবুল কালাম আজাদ। সভায় মাহবুবুর রহমান বলেন, আপনারা বছরের শেষাংশে নিজেদের সেরাটা ব্যাংকের জন্য নিবেদন করবেন। আপনাদের সব অঞ্চল ও শাখাগুলোর জন্য সব সূচকে নির্ধারিত লক্ষ্যমাত্রা শতভাগ পূরণ করতে সচেষ্ট থাকবেন।

অনুষ্ঠানে বিভাগীয় কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. আসাদুজ্জামান ও মো. মেহেদী হাসান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ