হোম > ছাপা সংস্করণ

একবার না পারিলে দেখ শতবার

মনিরামপুর প্রতিনিধি

টানা পাঁচবার মনিরামপুরের খেদাপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নিয়েছেন হেলাঞ্চি গ্রামের আব্দুল আলিম জিন্নাহ। ইউনিয়ন আওয়ামী লীগের নানা পদে থেকে নৌকা নিয়ে লড়েছেন তিনবার। প্রতিবারই হেরেছেন। তবু হাল ছাড়েননি। চেষ্টা করেছেন ভোটারদের মন ছুঁতে। অবশেষে ভোটারদের মন জয় করতে পেরেছেন জিন্নাহ। চেয়ারম্যান পদে পঞ্চমবারে জয়ের দেখা পেয়েছেন তিনি। গত রোববারের ভোটে নৌকা প্রতীক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আব্দুল হককে প্রায় ৫ হাজার ভোটে হারিয়ে জয় ছিনিয়ে এনেছেন জিন্নাহ।

খেদাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে আছেন আব্দুল আলীম জিন্নাহ। গত চার বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন তিনি। দলে নিবেদিত হওয়ায় কেন্দ্রীয় আওয়ামী লীগ তাঁকে টানা তিনবার নৌকা দেয়। দুবার নৌকা নিয়ে হেরে তৃতীয়বার জয়ের মুখ দেখেন তিনি।

আব্দুল আলীম জিন্নাহ ২০১১ সালে চেয়ারম্যান পদে স্বতন্ত্র নির্বাচনে নামেন। ভোটের আগে আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সরদার মুজিবর রহমানকে ছাড় দিয়ে সরে পড়েন আব্দুল আলিম জিন্নাহ। সেবার জয়ী হন বিএনপি সমর্থিত ওমর ফারুক। ২০১৪ সালে স্বতন্ত্র নির্বাচন করে হারেন আব্দুল আলিম জিন্নাহ। ২০১৬ সালে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে হারেন তিনি।

২০১৯ সালে আকস্মিক মৃত্যু হয় চেয়ারম্যান মুজিবরের। তখনো উপনির্বাচনে নৌকা পান জিন্নাহ। সে নির্বাচনেও আব্দুল হকের কাছে ১২৪ ভোটে হেরে যান জিন্নাহ।

বারবার হেরেও হাল ছাড়েননি তিনি। চেষ্টা করেছেন ভোটারদের কাছে পৌঁছাতে। এবারের নির্বাচনে ৮ হাজার ২৮৯ ভোট পেয়ে জিতে যান এ প্রার্থী।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ