- রসুন মিহি করে কেটে, পানি ও তরল সাবান মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি স্প্রে বোতলে ভরে গাছে স্প্রে করুন। এতে পোকামাকড় দূর হবে।
- জ্বরঠুঁটো ও ব্রণের ওপর রসুনের রস লাগিয়ে রাখুন। তাতে ব্যথা কমবে ও আরাম পাবেন।
- একটি পাত্রে গরম পানি, লবঙ্গ ও রসুনের কোয়া মিশিয়ে নিন, তাতে পা ডুবিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর ধুয়ে নিন। তাতে পায়ের গন্ধ ও জ্বালাপোড়া কমবে।
- গলা খুসখুস ও ব্যথা কমাতে রসুন ও মধু খেতে পারেন। এ দুইটি উপাদান রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।
- বড়শি দিয়ে মাছ ধরতে টোপ হিসেবে রসুন ব্যবহার করতে পারেন।
সূত্র: ক্যালিফোর্নিয়া গ্রোউন